মো: ইয়াকুব আলী

যোগাযোগের তথ্য

প্রফেসর ডাঃ মো: ইয়াকুব আলী

বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ মেডিকেল অনকোলজি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

এমবিবিএস, এফসিপিএস (রেডিওথেরাপি), এফআরএসএইচ (লন্ডন), এইএইএ ফেলোশিপ (রেডিওথেরাপি)

জীবন বৃত্তান্ত

ড. মো. ইয়াকুব আলী বাংলাদেশের একজন সুপরিচিত ও সুনামধন্য অনকোলসিস্ট। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। 

ড. মো. ইয়াকুব আলী  শের-এ-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান এন্ড সার্জনস থেকে রেডিওথেরাপী বিষয়ে এফসিপিএস, লন্ডনের "রয়েল সোসাইটি অব হেলথ" থেকে এফআরসিএইচ, এবং জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে আইএইএ ফেলোশিপ সম্পন্ন করেন। 

ড. মোঃ ইয়াকুব আলী ১৯৯২ সালে ঢাকা মেডিকেল কলেজে একজন রেডিওথেরাপিস্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি ১৯৯৯ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি বদলি হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে (১৯৯৯-০৪) সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ড. আলী তার বর্ণাঢ্য কর্মজীবনে বিদেশেও কাজ করছেন। তিনি ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ক্যান্সার স্পেশালিস্ট (আবাসিক) হিসেবে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে রিয়াদস্থ সাবাহ পোর্টেবল হেলথ ক্লিনিকে নিযুক্ত ছিলেন। দেশে ফিরে আসার পর তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটালে যুক্ত হন। সেখানে বিভিন্ন পদে তিনি নিযুক্ত ছিলেন প্রায় ১০বছর (২০০৮-২০১৮)। 

শিক্ষা

এমবিবিএস: শের-এ-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল

এফসিপিএস (রেডিওথেরাপী): বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান এন্ড সার্জনস

এফআরসিএইচ: লন্ডনের "রয়েল সোসাইটি অব হেলথ"

আইএইএ ফেলোশিপ: জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন