প্রকাশ : ০২ মে ২০২৪, ১৪ :২৯

ব্রেইন টিউমার কী জীবনের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে?


কোষের অস্বাভাবিক বৃদ্ধি থেকে টিউমার তৈরি হয় যা একটি পিন্ড বা দলার আকারের হয়ে থাকে। ব্রেইনের ক্ষেত্রে বলা যেতে পারে যে টিউমার এক বিশেষ ধরনের ক্ষত।ব্রেইন টিউমার বিপদজনক কারণ এগুলো ব্রেইনের ভেতরের কিছু অংশ দখল করে নেয় এবং চারপাশে এক ধরনের চাপের সৃষ্টি করে।

এই টিউমারগুলো ব্রেইনের মধ্যকার ফ্লুইডের প্রবাহকে ব্যাহত করতে পারে এবং সমস্যার সৃষ্টি করে। কিছু কিছু ক্ষেত্রে, টিউমার ব্রেইনের অন্যান্য অংশে বা মেরুদন্ডে ছড়িয়ে পড়তে পারে।

আপনি জেনে অবাক হবেন যে প্রায় ১২০ ধরনের ব্রেইন টিউমার রয়েছে। কিছু কিছু ব্রেইন টিউমার প্রকৃতিগতভাবেই ক্যান্সার জাতীয় হয়, আবার কিছু টিউমার সময়ের সাথে সাথে ক্যান্সারে রূপান্তরিত হয়। যে টিউমারগুলো ক্যান্সার জাতীয় নয় সেগুলোকে বলা হয় বিনাইন ব্রেইন টিউমার এবং ক্যান্সার জাতীয় টিউমারগুলোকে বলা হয় ম্যালিগনেন্ট টিউমার।

বিনাইন টিউমারের বৃদ্ধি সাধারণত খুব ধীরে হলেও এগুলোও বিপদজনক হতে পারে। এই টিউমারগুলো নানা রকম শারীরিক ক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে এবং জীবনের জন্য হুমকির কারণও হতে পারে। ম্যালিগনেন্ট টিউমারগুলো দ্রুত বড় হয় এবং ব্রেইনের অবকাঠামোতে গুরুতর পরিবর্তন নিয়ে আসে যা ব্রেইন ক্যান্সারে রূপ নেয়। এর ফলে জীবন নাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

যেসব রোগীদের ব্রেইন টিউমার রয়েছে তারা নানা ধরনের জটিলতা ও শারীরিক কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করে থাকেন। মোটর ডিসফাংশন, কগনিটিভ ডিটেরিওরেশন, আবেগজনিত সমস্যা, খিঁচুনি, কোনো কিছু গিলতে কষ্ট অনুভব করা ও মাথাব্যথার মতো সমস্যাগুলো ব্রেইন টিউমারের রোগীদের ক্ষেত্রে খুবই সাধারণ।

কোন লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্রেইনে বাসা বেঁধেছে টিউমার?

লক্ষণগুলো নির্ভর করে টিউমার ব্রেইনের ঠিক কোন অংশে হয়েছে, সাইজ, ধরণ ও টিউমারগুলো কত ধীরে বা দ্রুত বড় হচ্ছে তাঁর উপর। নিম্নোক্ত লক্ষণগুলোর মধ্যে কোনোটি যদি আপনার মধ্যে লক্ষ্য করে থাকেন তাহলে দেরি না করে অতি স্বত্বর চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত:

  • মাথাব্যথা
  • খিঁচুনি
  • চিন্তা করা ও কথা বলতে সমস্যা বোধ করা বা কথা বলতে গিয়ে শব্দ খুঁজে না পাওয়া
  • ব্যক্তিত্বে বা আচরণে পরিবর্তন
  • দূর্বলতা, অসাড় অনুভব করা বা শরীরে কোনো একটি অংশ বা এক সাইড অবশ হয়ে যাওয়া
  • হাঁটতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলা, ঘুমঘুম ভাব বা অস্থিরতা অনুভব করা
  • কানে কম শোনা
  • দৃষ্টিশক্তিতে পরিবর্তন
  • দ্বিধান্বিত হয়ে পড়া ও দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়া
  • স্মৃতিশক্তি লোপ পাওয়া


তথ্যসূত্র:

https://www.cancerresearchuk.org/about-cancer/brain-tumours/living-with/cant-be-cured#:~:text=Some%20brain%20tumours%20grow%20very,how%20it%20responds%20to%20treatment.

https://www.hopkinsmedicine.org/health/conditions-and-diseases/brain-tumor

https://www.hopkinsmedicine.org/health/wellness-and-prevention/the-most-common-brain-tumor-5-things-you-should-know

https://www.cedars-sinai.org/health-library/diseases-and-conditions/b/brain-tumors-and-brain-cancer.html

https://www.mayoclinic.org/diseases-conditions/brain-tumor/symptoms-causes/syc-20350084

https://mayfieldclinic.com/pe-braintumor.htm

https://my.clevelandclinic.org/health/diseases/6149-brain-cancer-brain-tumor


Fighting Cancer Desk
ফাইটিং ক্যান্সার ডেস্ক