আজকে বিশ্ব ক্যান্সার দিবস। প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালিত হয়। ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কাউন্সিলের উদ্যোগে এবং তত্বাবধানে দিবসটি পালিত হয় বিশ্বজুড়ে। সংস্থাটি জেনেভায় অবস্থিত একটি এনজিও যা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা অসংখ্য ক্যান্সার রোগির পাশে থেকে কাজ করে চলেছে। এই দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে প্রাণঘাতি রোগটির বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং প্রকোপ কমিয়ে আনা।
বিশ্বে রোগ মৃত্যুর জন্য দ্বিতীয় প্রধাণ দায়ী কারণ ক্যান্সার।
বিশ্ব ক্যান্সার দিবসে এই বছরের স্লোগান নির্ধারণ করা হয়েছে “ক্যান্সার নিরাময়ে সংকট নিরসন” বা অন্য কথায় বলা যায় ক্যান্সার চিকিৎসায় যে সমস্যাগুলো রয়েছে। এই স্লোগানের মাধ্যমে একজন ক্যান্সার রোগির প্রতি সকলের সহযোগিতা এবং গৃহীত পদক্ষেপের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। ক্যান্সার নিরাময়ে গ্রহণকৃত প্রতিটি পদক্ষেপই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য অর্থবহ হয়ে উঠে।
ক্যান্সার নিরাময়ে আমরা যে জায়গাগুলোতে পিছিয়ে রয়েছি সেগুলো খুঁজে বের করে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের আপনজন বা আশেপাশের কেউ ক্যান্সারে আক্রান্ত হলে তাদের প্রতি আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। আমাদের সহমর্মিতা এবং বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত একজন ক্যান্সার রোগিকে এই ভয়াবহ রোগের বিরুদ্ধে শারীরিক এবং মানসিকভাবে লড়াই করতে সাহায্য করবে। আমাদের সকলের প্রচেষ্টায় আমরা হয়তো একদিন ক্যান্সার মুক্ত একটি পৃথিবীর বুকে বাঁচতে শিখবো।
কিন্তু বাস্তবতা এটাই যে এই ক্ষেত্রে বিভিন্ন বাধার কারণে আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছি। যেমন:
• আয়
• সঠিক শিক্ষার অভাব
• রোগির বসবাস এলাকা
• বয়স, লিঙ্গ ও সম্প্রদায় বিশেষে বৈষম্যতা
• সমাজের মানুষের সহযোগিতা
• ইনস্যুরেন্স নিয়ে ভাবনা
• ক্যান্সার চিকিৎসা সেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ ব্যবস্থা