ক্যান্সার এমন একটি বিষয় যা নিয়ে মানুষ কথা বলতে চায় না বা ব্যক্তি জীবনে ভুক্তভোগী হওয়ার কথা কখনো কল্পনাও করে না। এটি অস্বস্তিদায়ক একটি বিষয় হলেও দুর্ভাগ্যবশত ক্যান্সার তার মরণ থাবায় প্রতিনিয়ত অনেককেই আক্রান্ত করে চলেছে। তরুণ বয়সে যখন আমরা পড়াশোনা বা ক্যারিয়ার গড়ার পিছনে নিরন্তর ব্যস্ত সময় পার করছি, ক্যান্সার সংক্রমণের ফলে হঠাৎ করেই যৌবনদীপ্ত কর্মব্যস্ততা থেকে আমরা অনেকসময় ছিটকে পড়ে যাই।
সাধারণত ১৫ থেকে ৩৯ বছর বয়সীদের তরুণ বলেই আমরা সম্বোধন করে থাকি। বিরল হলেও এই বয়সে বিভিন্ন ধরনের ক্যান্সারের প্রকোপ দেখা যায়। শিশুদের বা বয়স্কদের ক্যান্সারের তুলনায় তরুণদের ক্যান্সার কিছুটা ভিন্নতর হয়ে থাকে, যেমন-বায়োলজিক্যাল ভিন্নতা, টিউমার জেনেটিকসের ভিন্নতা, শরীরে প্রকোপ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে কিছুটা ভিন্নতর হতে পারে এবং চিকিৎসার ক্ষেত্রেও কিছুটা অন্যভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে।
তরুণ বয়সে যে ক্যান্সারগুলোর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায় -
- ব্রেইন ও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের টিউমার - যারা এই ক্যান্সারে বা টিউমারে আক্রান্ত হয়ে থাকেন তাদের মধ্যে ২০% ৩৫ বছরের আগেই আক্রান্ত হন।
- টেস্টিকুলার ক্যান্সার - এই ক্যান্সার জার্ম সেলে হয়ে থাকে।
- ডিম্বাশয়ের ক্যান্সার - ডিম্বাশয়ে কোষের অস্বাভাবিক বৃদ্ধি থেকে এই ক্যান্সার হয়।
- লিউকেমিয়া - এটি রক্ত ও অস্থিমজ্জার ক্যান্সার।
- থাইরয়েড ক্যান্সার - এটি থাইরয়েড গ্রন্থে শুরু হয়ে থাকে।
- লিম্ফোমা - লিম্ফোসাইট, এক ধরনের শ্বেতরক্তকণিকায় এই ক্যান্সার হয়ে থাকে। লিম্ফোমা প্রধাণত দুই ধরনের হয়: হজকিং লিম্ফোমা ও নন-হজকিং লিম্ফোমা।
- মেলানোমা - এটি ত্বকের ক্যান্সার।
- ব্রেস্ট ক্যান্সার - ৩০ বছরের আগে ব্রেস্ট ক্যান্সারের প্রকোপ খুব একটা দেখা যায় না তবে বয়স বৃদ্ধির সাথে সাথে এই ক্যান্সারের সংক্রমণের হারও বেশি হয়।
- সার্ভিক্যাল ক্যান্সার - এটি সার্ভিক্সে শুরু হয়।
- সারকোমা - কানেকটিভ টিস্যু, যেমন-পেশী, হাড় ও ফ্যাট টিস্যুতে এই ক্যান্সার হয়ে থাকে।
- কোলোরেক্টাল ক্যান্সার - এটি মলাশয় বা মলদ্বারে শুরু হয়।
তথ্যসূত্র:
- https://www.cancer.gov/types/aya
- https://www.cancer.org/cancer/types/cancer-in-young-adults/cancers-in-young-adults.html
- https://www.roswellpark.org/young-adult-cancer/cancers-young-adults
- https://www.cancer.org/cancer/types/cancer-in-young-adults/key-statistics.html
- https://www.hackensackmeridianhealth.org/en/healthu/2023/02/20/8-common-cancers-in-young-adults
- https://www.cancer.net/navigating-cancer-care/young-adults-and-teenagers/being-young-adult-or-teen-with-cancer