প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১৬ :৪৬

প্রিন্সেস অফ ওয়েলস ক্যান্সারে আক্রান্ত

সম্প্রতি প্রিন্সেস অফ ওয়েলস, ক্যাথেরিনের ক্যান্সার সনাক্ত হওয়ার পর থেকে বৃটিশ রাজ পরিবারসহ পুরো ব্রিটেনে শোকের ছায়া নেমে এসেছে। ২২ মার্চ ২০২৪ এ প্রকাশিত একটি ভিডিও বার্তার মাধ্যমে ক্যাথেরিন প্রথম তাঁর অসুস্থতার কথা প্রকাশ্যে নিয়ে আসেন। তিনি বলেন যে গত ফেব্রুয়ারির শেষের দিক থেকে তিনি প্রতিরোধমূলক কেমোথেরাপি গ্রহণ করছেন। কিন্তু তিনি কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত সে বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলেননি হয়ত রাজপরিবার তাঁর চিকিৎসা সংক্রান্ত তথ্য সম্পর্কে গোপনীয়তা রক্ষা করতে চান।

এই জানুয়ারিতে রাজকুমারির তলপেটে একটু গুরুতর অপারেশন হয়েছিল এবং সেটি সফলভাবেই সম্পন্ন হয়েছিল। কিছু ফলোআপ টেস্ট করার পরে তাঁর শরীরে ক্যান্সার সনাক্ত হয়। ভিডিও বার্তাটি থেকে জানা গিয়েছে যে তিনি প্রতিরোধমূলক কেমোথেরাপি গ্রহণ করছেন এবং তাঁর চিকিৎসা প্রাথমিক পর্যায়ে রয়েছে।

রাজকুমারি কোন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সে ব্যাপারে রাজ পরিবার থেকে কিছু বলা হয়নি। তবে ক্যাথেরিন তাঁর ভিডিও বার্তায় বলেছিলেন যে তাঁকে সেবা প্রদানকারী চমৎকার মেডিক্যাল টিমের কাছে তিনি কৃতজ্ঞ।

ভিডিও বার্তার এক পর্যায়ে তিনি বলেন, “আমার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত পরিবার হিসেবে আমাদের কিছু সময় এবং প্রাইভেসির প্রয়োজন রয়েছে, আমরা আশা করছি যে আপনারা এই বিষয়টি সুনজরে দেখবেন। আমার কাজ আমাকে সবসময় অনেক মানসিক প্রশান্তি দিয়ে থাকে এবং সুস্থ হওয়া মাত্রই আশা করছি আমি আবার কাজে ফিরব কিন্তু এখন আমি শুধুমাত্র আমার পুরোপুরি সুস্থ হয়ে উঠার দিকে মনোনিবেশ করছি।”   

ক্যাথেরিন ২০১১ সালে প্রিন্স উইলিয়ামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি জনগণের কাছে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি এবং বৃটিশ রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি বহু দাতব্য কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন এবং প্রতিটি ক্ষেত্রে তাঁর বলিষ্ঠ মতামত রয়েছে।

 

তথ্যসূত্র:


Fighting Cancer Desk
ফাইটিং ক্যান্সার ডেস্ক