আজকে জাতীয় শিশু দিবস। আমাদের মহান রাজনৈতিক নেতা ও জাতির পিতা বঙ্গবন্ধু ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি শিশুদের খুব পছন্দ করতেন এবং তাদের অধিকার ও মঙ্গলের জন্য অনেক কিছু করেছেন। যেহেতু তিনি শিশুদের খুব পছন্দ করতেন এই কারণে তার জন্মদিনটিকে দেশজুড়ে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। আজকের
এই দিনে অপ্রীতিকর হলেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ‘শিশুদের ক্যান্সার’ সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়া যাক। দুর্ঘটনা মৃত্যুর পরে শিশু মৃত্যুর জন্য দায়ী দ্বিতীয় অন্যতম কারণ হলো এই ক্যান্সার।
যেকোনো বয়সেই ক্যান্সার ডায়াগনোসিস খুবই অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। কিন্তু যখন একটি শিশুর দেহে ক্যান্সার সনাক্ত হয় বিষয়টি সকলের জন্য খুবই হৃদয়বিদারক হয়ে ওঠে।
০-১৪ বছর বয়সী শিশুরা নানা ধরনের ক্যান্সারে ভুগতে পারে। যে ক্যান্সারগুলো শিশুদের সবচেয়ে বেশি হয় সেগুলো হচ্ছে :
- লিউকেমিয়া (রক্ত ও অস্থিমজ্জার ক্যান্সার)
- নিউরোব্লাস্টোমা (ফিটাসের স্নায়ুকোষের ক্যান্সার)
- ব্রেইন ও স্পাইনাল কর্ড টিউমার হাড়ের ক্যান্সার
- উইলমস টিউমার (কিডনির টিউমার)
- লিম্ফোমা (লিম্ফনোড বা লিম্ফ টিস্যুর ক্যান্সার)
- র্যাবডোমায়োসারকোমা (কংকাল পেশীর ক্যান্সার)
- রেটিনোব্লাস্টোমা (চোখের ক্যান্সার)
এটি কী নিরাময়যোগ্য?
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী, আমাদের চিকিৎসা বিজ্ঞান অনেকটা উন্নত হয়েছে। এখন, উচ্চ আয়ের দেশগুলোতে রোগমুক্তির হার ৮০% এর বেশি এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এই হার ৩০% এর নীচে।
তথ্যসূত্র:
- https://www.tbsnews.net/bangladesh/introducing-bangabandhu-our-children-386318
- https://www.who.int/news-room/fact-sheets/detail/cancer-in-children
- https://www.cancer.gov/types/childhood-cancers
- https://www.cancer.org/cancer/types/cancer-in-children/types-of-childhood-cancers.html#:~:text=common%20in%20adults.-,Leukemia,acute%20myeloid%20leukemia%20(AML).
- https://medlineplus.gov/ency/patientinstructions/000845.htm#:~:text=Your%20child's%20cancer%20care%20team,with%20cancer%20can%20be%20cured.
- https://www.cancerresearchuk.org/about-cancer/childrens-cancer/about
- https://www.childrenwithcancer.org.uk/childhood-cancer-info/understanding-cancer/causes-childhood-cancer/